Wednesday, 23 April 2025

 নদীপারে গাছের ছায়ায়

পেছনে পদ্মা নদী। যে নদী নিয়ে রচিত হয়েছে অসংখ্য কবিতা, গান, উপন্যাস। উল্লেখযোগ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, আবু ইসহাকের ‘পদ্মার পলিদ্বীপ’। এছাড়াও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ও কাজী নজরুল ইসলামের লেখা অনেক গানে ঠাঁই পেয়েছে পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য। যেমন কবি লিখেছেন- আমার নৌকা বাধা ছিল পদ্মা নদীর পারে, হাঁসের পাতি উড়ে যেত মেঘের ধারে ধারে।
.
পদ্মা শুধু একটি নদী নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস-ঐতিহ্য। যা অনেকে জানে না। সেই ইতিহাস-ঐতিহ্য সবার জ্ঞানার্থে দুটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সেই চলচ্চিত্র দুটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে রচিত ‘পদ্মা নদীর মাঝি’ ও বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ‘দুর্বার গতি পদ্মা’। যা ভারত ও বাংলাদেশে একইভাবে সমাদৃত হয়েছে। মানুষের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছে।
.
নদীর পারে ঠাঁই দাড়িয়ে এই গাছটি। দেখতে ছোট হলেও বয়স কম নয়। কয়েকদিন আগের বেপরোয়া ঝড়-বৃষ্টিতে ইচ্ছাশক্তিসম্পন্ন মানুষও যেখানে কাবু হয়ে গিয়েছিল, সেখানে গাছটি যেমন ছিল ঠিক তেমনই আছে। এতকিছু বলার কারণ হলো সুনীল বলেছেন- একটি গাছ কত বড় হবে, কত সুন্দর হবে, কত ফলদায়ক হবে সেটা প্রথম নির্ভর করে মাটির ওপর, তারপর শেকরের ওপর, তারপর ভাগ্যের ওপর।
.
এই গাছটির ক্ষেত্রে মাটির সহায়ক ভূমিকা কম। কারণ এক তো নদীর একেবারে ধারে, দুই শেকরে মাটির চেয়ে বালির অস্তিত্ব বেশি। আর বালির পুষ্টিগুণ সম্পর্কে কমবেশি সবার জানা আছে নিশ্চয়ই। বালির ওপর হাজার বা তারও অধিক গাছপালার মধ্যে থেকে দুই-একটিই জন্মায় ও বড় হওয়ার সুযোগ পায়। সেখানে এই গাছটির দাড়িয়ে থাকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
.
সেই তাৎপর্যপূর্ণ বিষয় কী হতে পারে সেটা খোঁজে বের করাই মানুষের কাজ। কারণ মানুষ সৃষ্টিশীল। এজন্য নতুন কিছুর অন্বেষণ, উদ্ভাবন মানুষকে যেমন করে সার্থক, তেমন সমাজকে করে লাভবান, সমৃদ্ধ। পেছনের নদী ও পাশের গাছটি থেকে আমার শিক্ষা হলো- নদী যেভাবে সৃষ্টির কল্যাণে প্রবাহমান, সেভাবে সৃষ্টির কল্যাণে জীবনপ্রবাহ নিবেদিত থাকা বাঞ্ছনীয়, আর গাছ যেভাবে রোদে পুড়ে ছায়া দিতে কার্পণ্য করে না, সেভাবে পরোপকারী মানুষ হওয়া অত্যাবশ্যকীয়।

No comments:

Post a Comment

  গাজাবাসীর দুরবস্থার কারণ ও মুক্তির পথ গাজার মুসলিমদের নিদারুণ অবস্থা দেখে অশ্রুপাত, হুংকার, ইহুদিদের পুণ্য বয়কট, সুযোগ পেয়ে ইহুদি হত্যা ইত...